বর্তমানের 55 নং মোগরাপাড়া সরকারি বিদ্যালয়টি 1934 সালে প্রতিষ্টিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ বিদ্যালয়টি একই মাঠ সংলগ্ন উচ্চ বিদ্যালয়ের অধীনে পরিচালিত হতে। তৎকালীন স্থানীয় ব্যক্তিত্ব হরিচরণ, গৌরচরণ, শ্যামচরন এবং আক্কাছ আলী সাহেবের জমিতে উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়। উচ্চ বিদ্যালয়ের সাথে প্রাইমারী স্কুলও পরিচালিত হয়। একই ক্যাম্পাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় চলতে থাকে। সময় এগিয়ে চলে আপন গতিতে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 01-07-1973 তারিখে বাংলাদেশের সব প্রাইমারী স্কুল সরকারীকরণ করে। তখন এ বিদ্যালয়টি সরকারি হয়নি। এটি মাধ্যমিক বিদ্যালয়ের অধীনে চলতে থাকে। এ বিদ্যালয়ের জমিও মাধ্যমিক বিদ্যালয়ের অধীনে থেকে যায়।
মোঃ মোশারফ হোসেন | সভাপতি |
মোঃ শাহ আলম | সহ-সভাপতি |
মোঃ কবিরুজ্জামান মোল্লা | সদস্য |
মোঃ মজিবুর রহমান | সদস্য |
মোঃ মোস্তফা কামাল | সদস্য |
মোসাঃ আলেয়া ফেরদৌসী | সদস্য |
মোসাঃ রুবিনা আক্তার | সদস্য |
ফাহিমা রহমান | সদস্য |
মোঃ শিপন সরকার | সদস্য |
মোসাঃ মোমতাজ শিরীন | সদস্য |
নিতাই চন্দ্র বর্মন | সদস্য সচিব |
প্রাপ্ত গ্রেড | বালক | বালিকা | মোট |
A+ | 6 | 10 | 26 |
A | 10 | 22 | 32 |
A- | 6 | 13 | 19 |
B | 12 | 09 | 21 |
C | 28 | 15 | 43 |
D | 9 | 11 | 20 |
F | 0 | 2 | 2 |
ABSENT | 2 | 2 | 4 |
তামান্না আক্তার | 2009 |
ফেরদেসৈী হক | 2009 |
সুমাইয়া আফরিন | 2013 |
ইমন হোসেন | 2013 |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS