বাড়ে মজিলিস/বাড়ে চিনিষঃ-
সুলতানি আমলে সরকারী আমলা আমত্যদের পদবি ছিল ‘‘বাড়ে মজলিশ’’ ইদানিং কালের বাড়ে মজলিশের নামকরণ করা হয়েছে ‘‘বাড়ী মজলিশ’’ নামে। বাড়ী মজলিশের প্রাচীন স্মৃতি বহন করছে কয়েকটি প্রাচীন সমাধি ও একটি মসজিদ। মসজিদের লোকজ সমৃদ্ধ পোড়া মাটির ফলক স্থানীয় মৃৎ শিল্পীদের দক্ষতাই প্রমান করে। বাড়ী মজলিশ সংলগ্ন বাড়ে চিনিষ’’ চৈনিক পরিব্রাজকদের স্মৃতিই বহন করছে। ধারনা করা হয় যে সোনারগাঁও ভ্রমনকারি চৈনিক পর্যটকেরা ‘‘বাড়ী চিনিষ’’ গ্রামেই অবস্থান করেছিলেন, সময় চতুর্দশ শতক।
শাহ্চিল্লাপুরঃ-
সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের অনুপম পাথরের টেরাকোটা সমাধিটি মধ্যযুগের একটি সমাধি শিল্পের অপূর্ব নিদর্শন। পাথরের টেরাকোটায় অলংকৃত রয়েছে গ্রাম বাংলার লোকজ সম্পদের অনন্য নিদর্শন। নিদর্শনে অঙ্কিত রয়েছে ঝুলন্ত পাটের শিকায় মাটির ছোট্ট হাড়ি। অনেকে মনে করেন এটা ঝুলন্ত মোমদান। কিন্তু আমার দৃষ্টিতে এটা মনে হয়েছে পাটের শিকায় মাটির হাড়ি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS